মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ভাঙন নয়, জাতীয় পার্টিতে সমন্বয় চান রওশন এরশাদ

জিএম কাদের বললেন খাদেম হয়ে কাজ করতে চাই

শফিকুল ইসলাম সোহাগ

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি ভাঙনের মুখে পড়ুক তা চান না তার স্ত্রী বেগম রওশন এরশাদ। তিনিও চান জি এম কাদের পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে সংগঠনকে আরও শক্তিশালী করুক। সে ক্ষেত্রে জি এম কাদের পার্টির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার সঙ্গে যেন পরামর্শ করেন। রওশন এরশাদের ঘনিষ্ঠজন বলে পরিচিত দলের একাধিক প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। বেগম রওশন এরশাদের ঘনিষ্ঠজন বলে পরিচিত পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি বলেন, আমরা জিএম কাদেরের বিপক্ষে নই। রওশন এরশাদ ও জিএম কাদেরসহ সবাইকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। ম্যাডামের (রওশন) এ বয়সে চাওয়া-পাওয়ার কিছু নেই। উনি চান সম্মান।

‘জিএম কাদের পার্টির চেয়ারম্যান নন, ভারপ্রাপ্ত  চেয়ারম্যান।’ গত ২২ জুলাই গভীর রাতে রওশন এরশাদসহ পার্টির দশজন প্রেসিডিয়াম সদস্য ও এমপির নামে একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। সূত্র জানায়, সেই বিবৃতিও  দেওয়ার পক্ষে ছিলেন না রওশন এরশাদ। পার্টির দুই-একজন অতি উৎসাহী প্রেসিডিয়াম সদস্য রওশনকে অনেকটা ভুল বুঝিয়ে ও কাকুতি-মিনতি করে এ বিবৃতিতে স্বাক্ষর করান। বিবৃতিতে নাম থাকা নয়জনের মধ্যে ছয়জনই প্রতিবেদককে জানান, ওই বিবৃতিতে তারা স্বাক্ষর করেননি। তবে তারা বলেন, রওশন এরশাদ ও কাদেরের সমন্বয়েই দল পরিচালিত হোক। সার্বিক বিষয়ে পার্টির চেয়ারম্যান জিএম কাদের বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভাবীর (রওশন) সঙ্গে আমার কোনো বিরোধ নেই। উনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন। আমিও মায়ের মতো সম্মান করি। উনিসহ সবার মতামতের ভিত্তিতে জাতীয় পার্টি পরিচালিত হবে। আমি খাদেম হয়ে কাজ করতে চাই। পার্টির নেতা-কর্মীরা যতদিন চাইবেন ততদিনই আমি এই পদে থাকব।

সর্বশেষ খবর