বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

অবসরে গেলেন ফজলে হাসান আবেদ

প্রতিদিন ডেস্ক

অবসরে গেলেন ফজলে হাসান আবেদ

অবসরে গেলেন স্যার ফজলে হাসান আবেদ; ছাড়লেন ব্র্যাকের চেয়ারপারসনের পদ। সক্রিয় পদটি ছাড়লেও বিশ্বের সর্ববৃহৎ এনজিওটিতে সম্মানসূচক চেয়ারপারসন এমিরিটাস পদে অধিষ্ঠিত হচ্ছেন তিনি। গতকাল ঢাকার ব্র্যাক সেন্টারে এক নৈশভোজ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। ব্র্যাক  সেন্টারে নৈশভোজে নোবেলজয়ী বাংলাদেশি মুহাম্মদ ইউনূসও ছিলেন। খবর বিডিনিউজ’র। ব্র্যাকের পরিচালনা পর্ষদে চেয়ারপারসনের পদে আসছেন হোসেন জিল্লুুর রহমান, যিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারে ১১ মাস উপদেষ্টার দায়িত্বে ছিলেন। চেয়ারপারসনের বিদায়ের সঙ্গে ব্র্যাকের পরিচালনা পর্ষদে সাতটি পদেও পরিবর্তন এসেছে বলে ওই অনুষ্ঠানে জানানো হয়।

পরিবর্তন এসেছে ব্র্যাক ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদেও। ব্র্যাকের বিদায়ী পরিচালনা পর্ষদে ছিলেন মুশতাক চৌধুরী, তাহেরুন্নেসা আবদুল্লাহ, লতিফুর রহমান, রোকিয়া আফজাল রহমান, লুভা নাহিদ চৌধুরী, মার্থা আলটার চেন, আদিব এইচ খান, সৈয়দা রিজওয়ানা হাসান ও সৈয়দ এস কায়সার কবির। ব্র্যাক ইন্টারন্যাশনালের বিদায়ী পরিচালনা পর্ষদে ছিলেন সিলভিয়া বোরেন, শাবানা আজমী, দেবপ্রিয় ভট্টচার্য্য, শফিকুল হাসান কায়েস, আইরিন জুবাইদা খান, পারভিন মাহমুদা, মুশতাক চৌধুরী, ফওজিয়া রশিদ, ভিক্টোরিয়া সেকিটোলেকো ও মারিলো ফন গোলস্টেইন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর