শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

৫টি গ্যাস ক্ষেত্র কিনে জ্বালানি খাত সুসংহত করেন বঙ্গবন্ধু

-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে শেল ওয়েল হতে ৫টি গ্যাস ক্ষেত্র (তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, কৈলাশটিলা ও বাখরাবাদ) ক্রয় করে দেশের জ্বালানি খাতকে সুসংহত করেন। দেশের মোট গ্যাস উৎপাদনের   ৩৫% গ্যাস এখনো এই ৫টি ক্ষেত্র হতে উৎপাদিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল রাজধানীর পেট্রোবাংলার ড. হাবিবুর রহমান অডিটরিয়ামের এক সেমিনারে এসব কথা বলেন। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। তিনি বলেন, বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সমন্বয় করেই বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। নিজস্ব গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জটি সরকার সাফল্যের সঙ্গে মোকাবিলা করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সফল প্রয়োগ জ্বালানি খাতের নিরাপত্তা আরও জোরদার করবে। প্রতিমন্ত্রী এ সময় প্রযুক্তি অন্বেষণ করে দেশীয় কোম্পানিগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, বাপেক্স, হাইড্রোকার্বন ইউনিট ও বিস্ফোরক অধিদফতর দেশের জ্বালানি খাতের অবস্থার আমূল পরিবর্তন করবে। একইসঙ্গে ঈদের ছুটিতে নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন নসরুল হামিদ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পেট্রোবাংলার মহাব্যবস্থাপক শাহনেওয়াজ পারভেজ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য মো. শহিদুজ্জামান সরকার, বিপিসির চেয়ারম্যান সামছুর রহমান ও পেট্রোবাংলার চেয়ারম্যান রুহুল আমিন এবং সেড্রার সদস্য অতিরিক্ত সচিব সিদ্দিক জোবাইর প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর