শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কবি শাকিলের প্রয়াণ দিবস পালিত

ময়মনসিংহ প্রতিনিধি

কবি শাকিলের প্রয়াণ দিবস পালিত

শোক শ্রদ্ধা আর ভালোবাসায় ময়মনসিংহে পালিত হয়েছে প্রয়াত কবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের তৃতীয় প্রয়াণ দিবস। শুক্রবার সকালে ভাটিকাশর শাকিলের কবরস্থানে শাকিল স্মৃতি সংসদসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে প্রয়াণ দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ ছাড়াও এ উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয় কোরআন পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল।

২০১৬ সালের ৬ ডিসেম্বর হঠাৎই দুনিয়া ছেড়ে ‘মন খারাপের গাড়িচালক’ চলে যান না ফেরার দেশে। শাকিলের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রয়াত শাকিলের একনিষ্ঠ সহযোদ্ধা নুরুল আলম পাঠান মিলন। বলেন, শাকিল ভাই ছিলেন আমাদের বিগ্রহ। তার অকালে বিদায় দেশ ও জাতির জন্য অনেক বড় ক্ষতি।’ শুক্রবার সকালে মাহবুবুল হক শাকিল সংসদের অন্যতম সদস্য ও খ্যাতিমান প্রকাশক ওসমান গনির নেতৃত্বে ময়মনসিংহ নগরীর ভাটিকাশর কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শাকিল সংসদের সদস্য অন্যপ্রকাশের পরিচালক সিরাজুল কবির  চৌধুরী কমল, পাঞ্জেরি পাবলিকেশন্সের প্রধান নির্বাহী কামরুল হাসান শায়ক, ওয়াহিদ শাকিল আলমি রিমাস, জুলফিকার আলী, অভিজিৎ পাল, সাজ্জাদ সাকীব বাদশা, নুরুল আলম পাঠান মিলন, রতন দত্ত, জাফরুল শাহরিয়ার জুয়েল, কামাল আহমেদ, প্রয়াত শাকিলের সহোদর নাইমুল হক বাবুসহ অসংখ্য শুভাকাক্সক্ষী। আজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ময়মনসিংহের ছেলে মাহবুবুল হক শাকিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে পড়াশোনা শেষ করে পুরোপুরি রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের দায়িত্ব পালন করেন তিনি। এরপর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) এবং ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় দায়িত্বে ছিলেন শাকিল। পাশাপাশি লিখেছেন অসংখ্য কবিতাও। ২০১৬ সালের ৬ ডিসেম্বর শাকিলের আকস্মিক মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন মাহবুবুল হক শাকিল। তার পিতা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মারা যান শাকিলের মা নুরুন্নাহার খানম টগর। শাকিলের স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর