রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাত্রা শুরু করল সুবিশাল পরিসরের আধুনিক সুপার শপ ‘বাজার সারাবেলা’। গতকাল বিকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রংধনু গ্রুপের মালিকানাধীন সুপার শপটি উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান, অভিনেতা সিদ্দিকুর রহমানসহ রংধনু গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা আবাসিক এলাকার অনেক বাসিন্দাও সপরিবারে হাজির হন।
বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-১ সংলগ্ন রূপায়ণ শপিং স্কয়ারে অবস্থিত সুপার শপটি উদ্বোধন শেষে দোয়া মাহফিলে অংশ নেন বসুন্ধরা চেয়ারম্যান। এরপর সবাইকে নিয়ে সুপার শপটি ঘুরে দেখেন। সুপার শপে ক্রেতাদের চাহিদার প্রায় সব পণ্যের সমাহার দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। জানতে চাইলে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের কেনাকাটার সুবিধার কথা চিন্তা করে সুবিশাল পরিসরে এ সুপার শপটি চালু করেছি। এখানে সবজি, মাছ, মাংস, বেকারি পণ্য, মুদি পণ্য থেকে শুরু করে সব কিছু রাখার চেষ্টা করা হয়েছে।