সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
সাংবাদিকদের সুরক্ষার দাবি

স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীকে ডিইউজের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

সদ্যসমাপ্ত ঢাকা সিটি নির্বাচনের দিন সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে স্মারকলিপি দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। গতকাল দুপুরে সচিবালয় কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে পৃথকভাবে এই দুই মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়। এর আগে জাতীয় প্রেস ক্লাবে অগ্রণী ব্যাংকের গেটের সামনে ডিইউজে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে ডিইউজের সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, আখতার হোসেন প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সাংবাদিকরা সচিবালয়ের মূল গেট পর্যন্ত যায়। পরে শাবান মাহমুদ, আবু জাফর সূর্য ও সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে সাংবাদিকরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করেন। এরপর সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে ৭ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক ডিএমপি পুলিশ কমিশনারকে ফোন করে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর