বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

লেনদেন ছাড়াল সাড়ে ৬০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

লেনদেন ছাড়াল সাড়ে ৬০০ কোটি টাকা

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগের খবরে গতকালও উত্থান অব্যাহত ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে সাড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই প্রধান সূচক ৯ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকও বেড়েছে। তবে সিএসইতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বাড়লেও কমেছে টাকার পরিমাণে লেনদেন।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮১ পয়েন্টে। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৫৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৫১ কোটি ৩৪ লাখ টাকা বেশি। ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৪৬টির এবং ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। টাকার পরিমাণে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি ৭৯ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে ছিল লাফার্জহোলসিম, ৩০  কোটি টাকা। তৃতীয় স্থানে ওরিয়ন ইনফিউশন, ১৮ কোটি ৪৯ লাখ টাকা। ডিএসইর লেনদেনে টপটেন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : খুলনা পাওয়ার, ইন্দো-বাংলা ফার্মা, এডিএন টেলিকম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, এস কে ট্রিমস, এস এস স্টিল এবং সাইফ পাওয়ারটেক। অপর শেয়ারবাজার সিএসই সার্বিক সূচক সিএএসপিআই মাত্র ১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ৬৩৪ পয়েন্টে। শেয়ার দর  বেড়েছে ১৩৯টির। কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। ১৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর