শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চাঙ্গা শেয়ারবাজার, লেনদেন ৭০০ কোটির ওপরে

নিজস্ব প্রতিবেদক

চাঙ্গা শেয়ারবাজার, লেনদেন ৭০০ কোটির ওপরে

ব্যাংকগুলোর বিনিয়োগের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারের পর চাঙ্গা হয়ে উঠছে শেয়ারবাজার। তাই গতকালও বড় উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। সব সূচক বেড়েছে, বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক বছরের মধ্যে লেনদেন সর্বোচ্চ হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন।  ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৩০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা ১১ মাস ২৫ দিন বা ২৩৪ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। যা ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারির পর সবচেয়ে বেশি। প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৫ পয়েন্টে। ডিএসইতে ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৫৯টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৬৫টির এবং ৩২টি শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। টাকার পরিমাণে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ৬১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা লাফার্জহোলসিমের ২৩ কোটি ৯৫ টাকার এবং ১৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ইন্দো-বাংলা ফার্মা। ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শেফার্ড, এসএস স্টিল, ওরিয়ন ইনফিউশন, ডরিন পাওয়ার, এডিএন টেলিকম, সামিট পাওয়ার এবং বেক্সিমকো।

 অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯১২ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৪টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। সিএসইতে ৭৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর