বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নিট মালিকদের জন্য ঋণসীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

নিট গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) জন্য রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বিকেএমইএর রপ্তানিকারকরা ইডিএফ তহবিল থেকে সর্বোচ্চ দুই কোটি (২০ মিলিয়ন) ডলার ঋণ নিতে   পারবেন। যা বাংলাদেশি মুদ্রায় ১৬৯  কোটি ৯০ লাখ টাকা। এতদিন এই সীমা ছিল দেড় কোটি ডলার। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, ১৯৮৯ সালে স্বল্প সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ সহায়তার জন্য এ তহবিল গঠিত হয়েছিল। বর্তমানে এ তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫০ কোটি ডলারে। রপ্তানি বাণিজ্যে উৎসাহ ও প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে বাংলাদেশি রপ্তানিকারকদের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক স্বল্প সুদের এ ঋণ সরবরাহ করে। তৈরি পোশাক, কাপড়, সিরামিক্স, প্লাস্টিক পণ্য রপ্তানিকারকদের এ তহবিল থেকে ঋণ দেওয়া হয়। ইডিএফ তহবিল থেকে ১ দশমিক ৫০ শতাংশ সুদে ব্যাংক থেকে এ ঋণ নিতে পারেন রপ্তানিকারকরা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর