বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

ত্রাণ আত্মসাতে আরও এক চেয়ারম্যান ৬ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

করোনাকালে সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগে আরও এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৬ ইউপি সদস্যকে বরখাস্ত করা হয়েছে। গতকাল স্থানীয় সরকার বিভাগ তাদের বরখাস্ত সংক্রান্ত আলাদা আদেশ জারি করেছে। বরখাস্তরা সবাই ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের জনপ্রতিনিধি। এ নিয়ে এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদের ২১ জন চেয়ারম্যান, ৪২ জন সদস্য, জেলা পরিষদ সদস্য একজন এবং দুজন পৌর কাউন্সিলরসহ মোট ৬৬ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হলো। যাদের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মসহ সরকারি চাল আত্মসাৎ এবং অন্যান্য অনিয়মের অভিযোগ উঠেছে।  স্থানীয় সরকার বিভাগ থেকে গতকাল জারি করা আদেশে জানানো হয়, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইনামুল হাসানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা তৈরিতে অনিয়ম, চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে অর্থ আদায়, এলজিএসপি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং ইউনিয়ন পরিষদের করের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। পৃথক আদেশে খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চাল আত্মসাৎসহ ত্রাণ কার্যক্রমে অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে একই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. ওবায়দুর রহমান, ২নং ওয়ার্ডের সদস্য মো. বাকিয়ার রহমান, ৪নং ওয়ার্ডের সদস্য ইব্রাহিম শেখ, ৫নং ওয়ার্ডের সদস্য মো. রেজাউল করিম, ৯নং ওয়ার্ডের সদস্য মো. অলিয়ার রহমান এবং ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মোসা. স্বপ্না বেগমকে। স্থানীয় প্রশাসনের তদন্তে এই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরিদপুরের জেলা প্রশাসক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় তাদের বরখাস্ত করে আদেশ জারি করে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর