শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

ব্যাংকের ঋণ ভিক্ষা নয় ব্যবসায়ীদের অধিকার

এফবিসিসিআই সভাপতি শেখ ফাহিমের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী-ঘোষিত প্রণোদনা প্যাকেজের ব্যাংক ঋণ সুবিধা ভিক্ষা নয়, ব্যবসায়ীদের অধিকার বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠনটির এই নেতার দাবিÑ সরকারি সার্কুলার অনুযায়ী ঋণ দিতে হবে। করোনাভাইরাসের চলমান সংকট কাটাতে প্যাকেজ বাস্তবায়নে বাধা দেওয়ার অধিকার কারও নেই। তার পরও ব্যাংকিং, শিপিংলাইন ও বেসরকারি কনটেইনার ডিপোগুলো বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ এই শীর্ষ ব্যবসায়ী নেতার। গতকাল দেশের বিভিন্ন চেম্বার নেতার সঙ্গে আয়োজিত অনলাইন আলোচনায় এসব কথা বলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)-এর সভাপতি শেখ ফজলে ফাহিম। এতে বক্তব্য দেন সংগঠনটির সহসভাপতি রেজাউল করিম রেজনু, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)-এর সভাপতি শামস মাহমুদ, এফবিসিসিআই পরিচালক মনির হোসেন, নাটোর চেম্বারের সভাপতি আমিনুল হক প্রমুখ। অনলাইন আলোচনায় এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম আরও বলেন, জেলা পর্যায়ে সব ব্যবসায়ীকে ঋণ সুবিধা দিতে হবে। যাকে একেবারেই ব্যাংক ঋণ দেবে না, তার জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঋণ দেবে। এফবিসিসিআই সহসভাপতি রেজাউল করিম রেজনু বলেন, ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন কোনো ধরনের আলোচনা না করেই দোকান খোলার দাবি করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে কোথাও কোনো দোকান খোলা সম্ভব নয়। এ ধরনের পরিস্থিতি এড়াতে আগামীতে সব বাণিজ্য সংগঠনকে এফবিসিসিআইর সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তিনি।

নাটোর চেম্বারের সভাপতি আমিনুল হক বলেন, ব্যাংকগুলো এই দুর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করেই ব্যবসায়ীদের ঋণ দিচ্ছে না। অথচ ব্যাংক ঋণের সুদ দিতে গিয়ে ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যাচ্ছেন। এমন সংকটে তিনি সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর