শিরোনাম
শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

ঘুষের টাকাসহ কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ডুমুরিয়ায় ঘুষের ১৫ হাজার টাকাসহ উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল তাকে গ্রেফতারের পর দুদকের উপসহকারী

পরিচালক নীলকমল পাল বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করেন। দুদক, খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ডুমুরিয়া আটলিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রনজিৎ কুমার নন্দী ২০২০ সালের ২ ফেব্রুয়ারি এলপিআরএ যান। উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে তিনি জিপিএফ বাবদ মোট ২০ লাখ ৮০ হাজার টাকা পাবেন বলে জানানো হয়। কিন্তু রনজিৎ কুমার ২২ লাখ ৬ হাজার ৭২৫ টাকা পাবেন বলে দাবি করেন। এসময় হিসাবরক্ষণ অফিসের অডিটর আলমগীর হোসেন তাকে ২০ হাজার টাকা ঘুষ দিলে ওই টাকা পাইয়ে দেবেন বলে প্রস্তাব দেন। পরে ১৫ হাজার টাকায় কাজ করে দিতে রাজি হয় অডিটর আলমগীর হোসেন। ওই টাকা লেনদেনের সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ, উপসহকারী পরিচালক নীলকমল পাল, মো. ফয়সাল কাদের ও খন্দকার কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর