শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

কাভার্ড ভ্যানচাপায় একই পরিবারের চারজনসহ পাঁচজনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবোঝাই ইজিবাইককে একটি কাভার্ড ভ্যান চাপা দিলে একই পরিবারের চারজনের মত্যু হয়েছে। গত বুধবার বিকালে ঢাকা-রংপুর মহাসড়কে কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বুধবার রাতেই মারা যান পলাশবাড়ী উপজেলার রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে স্কুল শিক্ষক আনিছুর রহমান (৩১), তার মা রেহেনা বেগম (৫০), স্ত্রী রাজিয়া সুলতানা (২৫) ও শ্যালক গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদ (২০)। অন্যদিকে গতকাল দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইজিবাইক চালক লেবু মিয়ার (২৫) মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, যাত্রী বোঝাই একটি অটোরিকশা গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়ির দিকে যাচ্ছিল। পথে কালিতলা নামক স্থানে একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সাতজন যাত্রী আহত হন। তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে জাহিদ মারা যান। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়। এদিকে ময়মনসিংহে ট্রাক চাপায় সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. রাসেল মৃধা মারা গেছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা থেকে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহ আসার পথে নগরীর শম্ভুগঞ্জ স্বপ্না মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী কামাল পাশা খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রাসেল মৃধা নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন।

তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

সর্বশেষ খবর