শিরোনাম
মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

নতুন সভাপতি পেল দুই সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের আইন মন্ত্রণালয় ও বিদ্যুৎ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি নতুন সভাপতি পেয়েছে। এছাড়া পুনর্গঠিত হয়েছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের বাজেট অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন। পরে তা সংসদে পাস হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক হুইপ মো. শহীদুজ্জামান সরকার। সদ্য প্রয়াত সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর স্থলে তাকে নির্বাচিত করা হয়। আর শহীদুজ্জামান সরকার নতুন এই দায়িত্ব পাওয়ার কারণে শূন্য হওয়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ওয়াসিকা আয়শা খান।

এছাড়াও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটর মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও পুনর্গঠন করা হয়। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে নতুন করে সেলিম আলতাফ জর্জ সদস্য নির্বাচিত হয়েছেন। আর ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সদস্য হয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদ্য প্রয়াত আসলামুল হক আসলামের স্থলে সংরক্ষিত আসনের কানিজ ফাতেমা আহমেদ সদস্য মনোনীত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর