শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

আবাসিক এলাকায় চুন কারখানা দূষিত হচ্ছে পরিবেশ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবাসিক এলাকায় গড়ে ওঠা একটি চুন কারখানার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এ ছাড়া কারখানাটি একটি এতিমখানার পাশে, অবৈধ গ্যাস সংযোগ এবং এর পরিবেশ ছাড়পত্র নেই বলেও অভিযোগ উঠেছে। সোনারগাঁও উপজেলার পিরোজপুর এলাকায় ওই চুন কারখানায় পাথর পুড়িয়ে চুন তৈরি করা হচ্ছে। কারখানার কালো ধোঁয়া, দাউ দাউ করে জ্বলা আগুনের উত্তাপ এবং গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। কারখানাটির পাশে একটি এতিমখানাও বন্ধের উপক্রম হয়েছে। জানা গেছে, এই এতিমখানায় কোনো ছাত্র ভয়ে ভর্তি হয় না। চুনের কারখানা দেখলেই চলে যায়। আবুল হোসেন নামে এক ব্যক্তি বলেন, গ্যাসের আগুন যখন দাউ দাউ করে জ্বলে, তখন গন্ধ আর তাপে ঘরে থাকাই দায় হয়ে যায়। স্বাভাবিক নিঃশ্বাস নেওয়া যায় না। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের উপপরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, পরিবেশ অধিদফতরের নিয়ম অনুযায়ী আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কোনো কলকারখানা থাকতে পারে না। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ বলেন, আবাসিক এলাকায় গড়ে ওঠা চুন কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর