বুধবার, ৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

টিকায় আফ্রিকার দরিদ্র দেশ থেকেও পিছিয়ে বাংলাদেশ : নজরুল

নিজস্ব প্রতিবেদক

টিকায় আফ্রিকার দরিদ্র দেশ থেকেও পিছিয়ে বাংলাদেশ : নজরুল

প্রশাসনের বাধার মুখে শেরপুরে বিএনপির করোনা হেল্প সেল উদ্বোধন করলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল দুপুরে ঢাকা থেকে ভার্চুয়ালি  হেল্প সেল উদ্বোধন করে এ সময় তিনি বলেন, করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে আফ্রিকার দরিদ্রতম দেশগুলো থেকেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত ইরাক, আফগানিস্তান থেকেও পিছিয়ে বাংলাদেশ। তিনি বলেন, বিএনপির করোনার হেল্প সেলে সরকারের বাধা দেওয়াটা চরম অমানবিক ও অপরাধ। সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতেই বিএনপির মানবিক উদ্যোগেও বাধা ও প্রতিবন্ধকতার সৃষ্টি করতে উঠে-পড়ে লেগেছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাব-এর সহযোগিতায় শেরপুর জেলা বিএনপি এই হেল্প সেল খুলেছে। জেলা বিএনপির কার্যালয়ে জেলা সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিএনপির  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলার সাধারণ সম্পাদক হযরত আলী, শেরপুর পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি অভিযোগ করেছে, অনুষ্ঠান চলাকালে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ডিবি পুলিশ দফায় দফায় বাধা সৃষ্টিসহ অনুষ্ঠান বন্ধ করতে চাপ প্রয়োগ করে। প্রশাসনের বাধার মুখে অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে বাধ্য হয় জেলা বিএনপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর