রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সিলেটে রোগীশূন্য করোনা হাসপাতাল

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে গেল দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণের তীব্রতা অনেকটা কমে এসেছে। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার নেমে এসেছে ৫ শতাংশের নিচে। সংক্রমণ কমায় কমেছে হাসপাতালগুলোতে কভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা। ফলে কয়েকদিন আগেও যেখানে হাসপাতালগুলোতে শয্যা পাওয়া ছিল সোনার হরিণের মতো, সেখানে এখন অনেকটা খালি পড়ে আছে শস্যা। সিলেটের সরকারি চারটি হাসপাতালের কভিড ইউনিটের ৭০ শতাংশ শয্যা এখন রোগীশূন্য। সংক্রমণ কমা এবং আক্রান্তরা বাসায় চিকিৎসা নেওয়ায় হাসপাতালে রোগীর চাপ কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের সঙ্গে সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা যায়, সিলেট নগরীর করোনা ডেডিকেটেড শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালেও রোগীর চাপ কমে এসেছে। গতকাল পর্যন্ত ১০০ শয্যার শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগী ছিল ৪৫ জন। অথচ দুই সপ্তাহ আগে ১০০ শয্যার এ হাসপাতালে কোনো শয্যা খালি ছিল না। একইভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে কভিড চিকিৎসার জন্য ৩৫০ শয্যা বরাদ্দ থাকলেও রোগী ভর্তি আছে ৮৪ জন। এ ছাড়া সিলেটের খাদিমপাড়া ও দক্ষিণ সুরমায় ৩১ শয্যাবিশিষ্ট দুটি করোনা হাসপাতাল মিলিয়ে ভর্তি রোগীর সংখ্যা মাত্র ১২ জন। বেসরকারি ক্লিনিক-হাসপাতালগুলোতেও রোগীর চাপ কম বলে জানা গেছে। চিকিৎসকরা জানান, কভিড-১৯ শনাক্ত হলে কিংবা উপসর্গ দেখা দিলে অনেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। যাদের শারীরিক অবস্থা বেশি খারাপ শুধু তারাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সবমিলিয়ে সিলেটে দৈনিক ভর্তি রোগীর সংখ্যাও আগের চেয়ে অনেক কমে এসেছে। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, শনাক্ত হার কমায় হাসপাতালে রোগীদের চাপ কমেছে। সিলেট জেলায় করোনা শনাক্তদের চিকিৎসার জন্য ৪৮৭টি শয্যা রয়েছে।

চট্টগ্রামে মৃত্যুহীন আরেকটি দিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, করোনা পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হয়ে উঠছে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও চট্টগ্রামে করোনাভাইরাসে কোনো মৃত্যু নেই। তবে একই দিন গত ২৪ ঘণ্টায় ৬৩ জন আক্রান্ত হয়েছেন করোনায়। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে। তাছাড়া এ পর্যন্ত করোনায় চট্টগ্রামে ১ লাখ ১ হাজার ২৩৫ জন আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করলে দিন দিন আরও কমে আসবে।

বরিশালে শনাক্তের হার কিছুটা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু না হলেও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৪৩ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় দেখা গেছে, আবারও কিছুটা বেড়েছে করোনা সংক্রমণের হার। মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা গেছে, ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে কোনো রোগীর মৃত্যু হয়নি। গতকাল সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪৩ রোগী। এদিকে শেরেবাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১৭১ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৮৬।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর