শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

একটাই দাবি সরকারের পদত্যাগ : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

একটাই দাবি সরকারের পদত্যাগ : গয়েশ্বর

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এ কথা আজ বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে বলছে। কিন্তু কারও কোনো প্রচেষ্টা নেই। একটাই দাবি, এই সরকারের পদত্যাগ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সার্বভৌমত্ব রক্ষা পরিষদের (সরপ) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আয়োজক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনী, সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেন, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য রাখেন। গয়েশ্বর রায় বলেন, এক দফা আন্দোলনের বিকল্প নেই। সরকারের উদ্দেশে তিনি বলেন, অবিলম্বে সুষ্ঠু নির্বাচন দিন। অন্তত এই কারণে হলেও আপনারা এই দেশে থাকার সুযোগ পাবেন।

তিনি বলেন, এই সরকার নিজে দুর্নীতি করে। আবার রাষ্ট্রের যত রকমের প্রশাসন আছে, তাদেরও একটা বিরাট অংশকে দুর্নীতিবাজ বানিয়েছে। অনৈতিক কর্মকান্ডে পুলিশ বাহিনীকে ব্যবহার করে তারা স্বর্গরাজ্য ভোগ করছে। পুলিশেরও আজ আর বেতন-ভাতার প্রয়োজন হয় না। তাদের ‘উপরি ইনকাম-ই’ যথেষ্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর