শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
কিবরিয়া হত্যার ১৭ বছর

তিন বছরে সাক্ষ্য নেওয়া হয়েছে একজনের

হবিগঞ্জ প্রতিনিধি

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ১৭ বছর পূর্ণ হলো আজ। দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা এ হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কয়েক বছর আগে। কিন্তু সাক্ষী না আসাসহ বিভিন্ন জটিলতায় বিচারকাজ অনেকটাই থমকে আছে। ১৭১ জনের মধ্যে গত ছয় বছরে সাক্ষ্য নেওয়া হয়েছে ৪৪ জনের। আর তিন বছরে সাক্ষ্য নেওয়া সম্ভব হয়েছে মাত্র একজনের। এ অবস্থায় বিচার নিয়ে হতাশ নিহতদের পরিবার ও স্থানীয়রা। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল জানান, ইতোমধ্যে ৪৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।  বিচার হতে আগে দেরি হয়েছে। কারণ কয়েকবার নারাজি ছিল। এখন আশা করা যায় দুই থেকে আড়াই বছরের মধ্যে বিচার শেষ করা সম্ভব হবে। প্রয়াত অর্থমন্ত্রী কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বলেন, ‘বিএনপি, তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ কেউই হত্যাকারীদের বিচার করতে সক্ষম হয়নি। তবে এদিন বেশি দূর নয় যেদিন বাংলার মাটিতে আমার বাবার হত্যার বিচার হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর