বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

আগামী প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়তে হবে : ইমদাদুল হক মিলন

কুষ্টিয়া প্রতিনিধি

আগামী প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক এবং বসুন্ধরা গ্রুপের ইস্টওয়েস্ট মিডিয়ার পরিচালক ইমদাদুল হক মিলন। তিনি বলেন, মানুষ বড় হলেই দেশ বড় হয়। এ জন্য আমাদের ভালো মানুষ হতে হবে। আগামী প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বিনয়ী হয়ে মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। গতকাল কুষ্টিয়া সরকারি কলেজ মিলনায়তনে ‘আজকের প্রজন্ম ও বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আনসার হোসেনের সভাপতিত্বে ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর নুরুদ্দিন আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ফিরোজা খাতুন, সহযোগী অধ্যাপক লাল মোহাম্মদ প্রমুখ।

 কালের কণ্ঠ শুভ সংঘ কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, কুষ্টিয়ার সাধারণ সম্পাদক কাকলী খাতুন, প্রচার সম্পাদক এস এম জামাল প্রমুখ।

 সাংস্কৃতিক সম্পাদক শাকিল মাহমুদ, মুনতাসীর মামুন, শারিকা প্রমুখ।

 সংগঠনের সদস্যরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর