মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বৈধ বাণিজ্যের আড়ালে ইয়াবা ব্যবসা

নতুন পন্থার বাণিজ্যে দেশীয় মাদক ব্যবসায়ীদের পাশাপাশি যুক্ত হয়েছে রোহিঙ্গা মাদক ব্যবসায়ীরাও, নড়েচড়ে বসেছে প্রশাসনও

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

বৈধ বাণিজ্যের আড়ালে ইয়াবা ব্যবসা

বৈধ বাণিজ্যের আড়ালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চলছে ইয়াবার ভয়ংকর বাণিজ্য। ব্যবসা-বাণিজ্যের আড়ালে ইয়াবা বিক্রির সময় বেশ কয়েকটি চালান জব্দ করেছে আইনপ্রয়োগকারী সংস্থা। বৈধ বাণিজ্যের আড়ালে ইয়াবা ব্যবসার তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে চট্টগ্রামের প্রশাসন। তাই নতুন কায়দার ইয়াবা ব্যবসা রোধ করতে নজরদারি বাড়ানো হয়েছে বিভিন্ন মার্কেট ও শপিং মলে।

বৈধ ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির সময় গত এক মাসে কয়েকটি চালান জব্দ করে র‌্যাব-৭। মাদক ব্যবসায়ীদের নতুন এ পন্থা নিয়ে র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, ‘কাপড়, জুতাসহ বৈধ ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করলেও প্রশাসনের নজরদারি এড়ানো তুলনামূলক অনেক সহজ হয়। এ চিন্তা থেকেই তারা বৈধ ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসাও করছে। বৈধ ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির সময় বেশ কয়েকটি চালান জব্দ করেছে র‌্যাব।’

মাদক নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটোয়ারী বলেন, ‘প্রশাসনের নজরদারি এড়াতে অপ্রচলিত পদ্ধতিতে ইয়াবা ব্যবসার দিকে ঝুঁকছে ইয়াবা কারবারিরা। তাই নিত্যনতুন কৌশলে তারা ইয়াবার ব্যবসা করছে। বৈধ ব্যবসার আড়ালে ইয়াবার অবৈধ ব্যবসার বিষয়টি আমাদেরও নজরে এসেছে। তাই বিভিন্ন ব্যবসাকেন্দ্রিক এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’

জানা যায়, মাদকের নানা স্পট এবং আখড়ায় প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করার পর নজরদারি এড়াতে অপ্রচলিত পদ্ধতিতে ইয়াবা ব্যবসার দিকে ঝুঁকছে মাদক কারবারিরা। নতুন কৌশলের অংশ হিসেবে বৈধ বাণিজ্যের আড়ালে ইয়াবার ভয়ংকর বাণিজ্যে মেতেছে মাদক মাফিয়ারা। ইয়াবার নতুন পন্থার বাণিজ্যে দেশীয় মাদক ব্যবসায়ীদের পাশাপাশি যুক্ত হয়েছেন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীরাও। ১৬ এপ্রিল জুতার দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা করার সময় নগরীর চান্দগাঁও এলাকা থেকে নুর হোসেন নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করে র‌্যাব। অভিযানে তার দোকান থেকে ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। ১০ এপ্রিল নগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দীন বাজার এলাকায় কাপড়ের দোকানের আড়ালে ইয়াবা বিক্রির সময় চারজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ৫ মার্চ নগরীর কোতোয়ালি থানাধীন ঘাট ফরহাদাবেগ এলাকায় জুতার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির সময় চার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। অভিযানে তাদের কাছ থেকে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। ২০ ফেব্রুয়ারি নগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দীন বাজারে ইলেকট্রিক পণ্যের আড়ালে ইয়াবা বিক্রির সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। গত বছরের ২৭ জুলাই পটিয়ায় হার্ডওয়্যারের দোকানের আড়ালে ইয়াবা বিক্রির সময় এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে প্রায় ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। ২৭ মে লোহাগাড়া উপজেলার বটতলি স্টেশনে ফলের দোকানের আড়ালে ইয়াবা বিক্রির সময় দুজনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর