শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপ ও স্মার্ট টেক বিডির মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা গ্রুপ ও স্মার্ট টেক বিডির মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সঙ্গে স্মার্ট টেক বিডি লিমিটেডের ‘ডেটা সেন্টার রিভ্যাম্প প্রজেক্ট : ভিএমওয়্যার (VMware) ক্লাউড ফাউন্ডেশন (ভিসিএফ)’বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বসুন্ধরা গ্রুপের ডিএমডি মো. মুস্তাফিজুর রহমান ও স্মার্ট টেক বিডি লিমিটেডের পরিচালক (করপোরেট অ্যান্ড এন্টারপ্রাইজ বিজনেস) শাহেদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বসুন্ধরা গ্রুপ আইটির ডিজিএম উজ্জ্বল মোল্লাকে এ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মনোনীত করা হয়েছে। এ প্রকল্পের সমস্ত পর্যায় ২০২৩ সালের মাঝামাঝি শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সিআইও (সেক্টর-এ এবং সি) সিফাত জাহান নূর বলেন, ‘বসুন্ধরা গ্রুপ একটি বিশ্বমানের প্রযুক্তি সমাধান অংশীদার ভিএমওয়্যারের সহায়তায় একটি হাইব্রিড অবকাঠামো তৈরি করতে যাচ্ছে। আমরা আমাদের ব্যবসার গতিশীলতা, স্কেলেবিলিটি, নিরাপত্তা এবং কর্মক্ষমতা প্রদান করতে পেরে রোমাঞ্চিত, যা আমাদের ব্যবসার বৃদ্ধি এবং ভবিষ্যতের সম্প্রসারণকে টিকিয়ে রাখবে।’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের সেক্টর-সির সিএইচআরও দেলোয়ার হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড বিডি) তৌফিক হাসান, স্মার্ট টেক বিডি লিমিটেডের জিএম রুকনুদ্দিন ফিরোজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর