শিরোনাম
শুক্রবার, ২০ মে, ২০২২ ০০:০০ টা

গোলাপের পাপড়ি ছড়ানো হবে ভদ্রার পানিতে

আজ চুকনগর গণহত্যা দিবস

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আজ ২০ মে চুকনগর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এ দিনে খুলনার ডুমুরিয়া চুকনগরে মুক্তিযুদ্ধের নৃশংসতম গণহত্যা সংঘটিত হয়। মাত্র ৬-৭ ঘন্টার মধ্যে একইস্থানে হত্যা করা হয় প্রায় ১০ হাজার মানুষকে। জানা যায়, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও যশোরের ট্রানজিট পয়েন্ট চুকনগর। নদীবেষ্টিত মেঠো পথ হওয়ায় এ অঞ্চলে পাকিস্তানি বাহিনীর চলাচল কম ছিল। ফলে হাজার হাজার নিরীহ মানুষ নদী পথে চুকনগর এসে জড়ো হয়ে সেখান থেকে ভারতের উদ্দেশে রওনা হতো। কিন্তু ২০ মে পাকিস্তানি সেনারা ট্রাক-জিপে চুকনগর বাজার, পার্শ্ববর্তী এলাকায় ঢুকে নিরীহ মানুষকে অকাতরে গুলি করে হত্যা করে। এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে চুকনগর গণহত্যা ৭১’ স্মৃতিরক্ষা পরিষদ। সংগঠনের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম জানান, আজ সকাল সাড়ে ৯টায় চুকনগর বধ্যভূমিতে পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা। বেলা ১১টায় চুকনগর কলেজ থেকে র‌্যালি নিয়ে ভদ্রা নদীর ব্রিজ এলাকায় অবস্থান। শহীদদের স্মরণে ৫১ ডালি গোলাপের পাপড়ি ভদ্রা নদীতে ছাড়ানো হবে।

সর্বশেষ খবর