শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

মাদকবিরোধী অভিযানে ১০৭ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০৭ কেজি গাঁজাসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ও র‌্যাব। র‌্যাব-১০ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর ধলপুর এলাকা থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ মো. রুবেলকে গ্রেফতার করা হয়। গাঁজা ছাড়াও তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই রাতে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকা থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪৫ কেজি গাঁজাসহ মো. রানাকে গ্রেফতার করা হয়। গাঁজা ছাড়াও তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাব-৩ সূত্র জানায়, গতকাল ভোরে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মো. নাজমুল ও মো. মামুন শাহকে গ্রেফতার করা হয়।

তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রাইভেটকারে গাঁজার চালানটি ঢাকায় নিয়ে এসেছিল। এদিকে, ডিএমপির ডিসি (মিডিয়া) মো. ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১ হাজার ৭৬৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬ গ্রাম হেরোইন, ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, এক বোতল দেশি মদ ও তিন গ্রাম আইস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় ২৯টি মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর