মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ০০:০০ টা

পদ্মা সেতু সরকারের একটি ভেলকিবাজি : রিজভী

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু সরকারের একটি ভেলকিবাজি : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পদ্মা সেতু সরকারের একটি ভেলকিবাজি। বানভাসি মানুষ যখন খাবারের জন্য হাহাকার করছে। আর সরকার আনন্দে মেতে আছে এক ভেলকিবাজির পদ্মা সেতু নিয়ে। তিনি বলেন, লাখো মানুষ পানির নিচে ডুবে আছে। আর তারা ঝাড়বাতির আলোয় নাচনেওয়ালির নাচ দেখে সেতু উদ্বোধন করবেন। এ জন্য ৩ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়াকে বিদেশে প্রেরণ এবং বন্যাদুর্গত অঞ্চলে পর্যাপ্ত সহায়তা পৌঁছানোর দাবিতে গণতন্ত্র ফোরামের প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সরকার প্রচার করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিচ্ছে। আসলে দেশের কোথায়ও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন নেই। বিদ্যুৎ দিতে ব্যর্থ হয়ে এখন বলছে রাত ৮টার পর কোনো দোকান খোলা রাখা যাবে না। আয়োজক সংগঠনের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক এমপি বিলকিছ ইসলাম, রাজিয়া আলিম, ইসমাঈল হোসেন সিরাজী, ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক  প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর