শিরোনাম
শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে পাহাড়ে বসবাসকারীদের ৮০ শতাংশই বহিরাগত!

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পাহাড়ে অবৈধভাবে শত শত পরিবার বাস করে আসছে। অবৈধ উপায়ে বিদ্যুৎ, গ্যাসের সংযোগসহ এদের দেওয়া হয়েছে নানা সুযোগ-সুবিধা। পাহাড়ে বসবাসরতদের নানাভাবে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে স্ব স্ব এলাকার বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, স্থানীয় কাউন্সিলরসহ নানা সুবিধাভোগীর বিরুদ্ধেও। প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং ও সতর্ক করা হলেও কোনো ধরনের কর্ণপাত না করায় পাহাড় ধসের মতো ঘটনায় প্রাণ দিতে হচ্ছে বসবাসকারীদের। প্রতি বর্ষায় পাহাড় ধসে দুর্ঘটনা লেগেই থাকে। অন্যদিকে চট্টগ্রাম নগরের পাহাড়ে অবৈধভাবে ও ঝুঁকি নিয়ে যারা বসবাস করছেন, তার ৮০ শতাংশই হচ্ছে বহিরাগত। তারা প্রত্যেকেই ভাড়া দিয়ে থাকছেন। ২ থেকে ১৮ হাজার টাকা ভাড়া দিয়েও হুমকির মধ্যে থাকছেন পাহাড়ি এলাকায়। তবে এখানে কেউই চট্টগ্রামের স্থানীয় নেই বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন দায়িত্বশীল কর্মকর্তা। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় সিডিএ-সিটি করপোরেশনের টনক নড়েছে নতুন করে। দুটি প্রতিষ্ঠানই একে-অন্যের দোষ দেখছে। সমাধানে বৈঠকও হচ্ছে নামে মাত্র। শক্তিশালী তদন্ত কমিটির মাধ্যমে দ্রুত সমাধানের কথাও বলছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর