সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

অ্যান্টিবায়োটিক ফুল ডোজ কিনতে হবে

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য খুচরা বিক্রি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জ্বর হলেই সাধারণ ওষুধের সঙ্গে দেখা যায় অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দুই-তিনটা নিয়ে যাচ্ছে। এটা সাধারণ মানুষের মাঝে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বড় কারণ। এ জন্য নিয়ম করা প্রয়োজন কেউ অ্যান্টিবায়োটিক কিনলে ফুল ডোজ কিনতে হবে। গতকাল রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সমস্যা প্রতিরোধ গড় সবাই মিলে’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মাইক্রোবিয়াল সমস্যাসহ দেশের স্বাস্থ্য ব্যবস্থার নানা সমস্যার কথা তুলে ধরেন। স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এবং ইউএসআইডির এমট্যাপস প্রোগ্রামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি। অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানান, রোগীদের পকেটের খরচ বেড়ে যাচ্ছে। এর সঙ্গে যে স্ট্যান্ডার্ড মেনে হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে তা ঠিক হচ্ছে কি না সেটিও একটা বড় ইস্যু। আমরা যদি আন্তর্জাতিক মানের সঙ্গে তুলনা করি প্রধানত আমাদের অপারেশন থিয়েটার কিংবা বেড থেকে সংক্রমণ হওয়ার কথা নয়, এটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয়। কিন্তু তা আমাদের এখানে হচ্ছে। আমাদের লোকজন বেশি, সুযোগ-সুবিধা কম। প্রতিদিন আমাদের অপারেশন থিয়েটারগুলো থেকে জীবাণুর সংক্রমণ ছড়াচ্ছে। থিয়েটারের নিয়ম-কানুন আমরা মানছি না। আমাদের ওয়ার্ডবয়, নার্স, লোকজন, রোগী এমনকি চিকিৎসকরাও মানছেন না। লোকজন সরাসরি ঢুকে যাচ্ছে, গাউন পরছে না। বাইরের কাপড় নিয়ে ঢুকে যায়। এই বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর