শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

আশুগঞ্জে বিজয় মঞ্চ গুটিয়ে নেওয়া হলো প্রশাসনের নির্দেশে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নির্ধারিত সময়ের তিন দিন আগেই গতকাল আশুগঞ্জে বিজয় মেলার আলোচনা মঞ্চ ‘বিজয় মঞ্চ’ প্রশাসনের নির্দেশে গুটিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ছিল মেলার সপ্তম দিন। মেলা শুরু হয় ১৬ ডিসেম্বর। চলবে ১০ দিন।

নিরাপত্তার স্বার্থে মঞ্চ গুটিয়ে নেওয়া হলেও মেলার স্টলগুলো চালু থাকবে। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার বিজয় মঞ্চে বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের বক্তৃতা করার দিন ধার্য ছিল। এটা ভণ্ডুল করতেই মঞ্চ গুটিয়ে নেওয়া হয়।

সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি প্রফেসর শরীফুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক লিটন মোল্লা জানান, প্রশাসনের পক্ষ থেকে বিএনপির প্রোগ্রামে পলাতক আসামি থাকতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে আশঙ্কা করে মঞ্চ গুটিয়ে ফেলতে বলা হয়েছিল। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মেলার আলোচনা সভার মঞ্চটি খুলে ফেলতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর