বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

১ লাখ টন সিদ্ধ চাল ক্রয়সহ চার প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

এক লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানিসহ চার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৭৩৯ কোটি ২৮ লাখ ৩৩ হাজার টাকা। গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার (+৫%) মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে প্রতি মেট্রিক টন ৩৯৩.১৯ মার্কিন ডলার হিসেবে সর্বমোট ১ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৫০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২১০ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫০০ হাজার টাকা। প্রতি কেজি চালের দাম পড়বে ৪২.০৭ টাকা। সভায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ- ৩ এর আওতায় ৫০ হাজার (+৫%) মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপত্র জমা পড়ে যা রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরভিত্তিক মেসার্স অ্যাগ্রোকরপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। প্রতি মেট্রিক টন ৩৯৭.০৩ মার্কিন ডলার হিসাবে এতে ব্যয় হবে ১ কোটি ৯৮ লাখ ৫১ হাজার ৫০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২১৩ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর