বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বরিশালে কৃষক প্রশিক্ষণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। গতকাল নগরীর খামারবাড়ীতে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হারুন-অর-রশীদ। আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বরিশাল-পটুয়াখালী-ভোলা-ঝালকাঠি-বরগুনা-মাদারীপুর-শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের ভারপ্রাপ্ত পরিচালক সাবিনা ইয়াসমিন, ডিএইর অতিরিক্ত উপপরিচালক মো. রেজাউল হাসান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুন, ডিএইর কৃষি প্রকৌশলী মো. মশিউর রহমান এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক। প্রশিক্ষণে বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী কর্মশালা শেষ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মো. হারুন-অর-রশীদ বলেন, বাংলাদেশের কৃষি অনেক এগিয়ে। তারপরও অতিরিক্ত খাদ্যের চাহিদা মেটাতে ফসলের উৎপাদন আরও বাড়াতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর