মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

খুলনায় উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ মেয়রের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

করোনা মহামারির জন্য দুই বছর খুলনা নগরীতে সড়ুক ও ড্রেন সংস্কার কাজ বন্ধ ছিল। ওই সময় দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ হলেও কার্যাদেশ দেওয়া হয়নি। ২০২২ সালে এক সঙ্গে তিন বছরের সংস্কার কাজ শুরু হয়। এখন নগরীর বিভিন্ন এলাকায় সড়ুক ও ড্রেন সংস্কার কাজের জন্য খোঁড়াখুঁড়ি অব্যাহত রয়েছে। এতে সড়ুকে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে উন্নয়ন ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তাই চলমান কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। গতকাল সিটি করপোরেশনের সাধারণ সভায় তিনি এ নির্দেশনা দেন।

সিটি মেয়র বলেন, উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রেখে রাতে কাজ করতে হবে। তিনি বলেন, খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর