শিরোনাম
রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাজশাহীতে দুই শ্রমিককে পিটিয়ে হত্যায় দুজনের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুজন। শুক্রবার সন্ধ্যায় তারা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক শংকর কুমার রায়ের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জনাববন্দি দেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া দুজন হলেন কারখানা মালিক মো. আবদুল্লাহ ও ম্যানেজার মো. ইমরান। তবে নিজেরা কিছু করেননি দাবি করলেও হত্যাকান্ডটি ওই দুজন ঘটিয়েছে বলে আদালতকে জানিয়েছেন গ্রেফতার কারখানা মালিকের শ্বশুর মাসুম রেজা ও চাচাতো শ্যালক মঈন   উদ্দিন রিয়াল। পরে আদালত চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন    বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। ওসি জানান, হত্যার দায় স্বীকার করে গ্রেফতার চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে তাদের আদালতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে চারজনকে একে একে বিচারকের সামনে উপস্থাপন করা হয়। এর মধ্যে মো. আবদুল্লাহ ও মো. ইমরান নিজেদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জনানবন্দি দেন। তবে নিজেরা জড়িত না থাকলেও অন্য দুজন জড়িত বলে আদালতে জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে মহানগরীর সপুরায় থাকা বিসিক শিল্প নগরীর বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনে নির্মাণ শ্রমিক রাজু ওরফে রাকিবুল ও রেজাউল করিম ওরফে আতাউরকে পিটিয়ে হত্যা করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর