শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাষ্ট্রপতির সঙ্গে জোর করে ছবি তোলায় যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে জোর করে ছবি তুলতে গিয়ে আটক হয়েছেন রেজাউল করিম চৌধুরী নামে যুবলীগের এক নেতা। প্রায় আড়াই ঘণ্টা থানা হেফাজতে থাকার পর স্ত্রীর মুচলেকায় ছাড়া পেয়েছেন তিনি। রেজাউল করিম যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানা পুলিশের এক সদস্য। তিনি বলেন, শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে গুলশানের আজাদ মসজিদ থেকে জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে বের হলে রাষ্ট্রপতির সঙ্গে ছবি তোলার জন্য রেজাউল করিম চৌধুরী চেষ্টা করেন। রাষ্ট্রপতির সিকিউরিটির দায়িত্বে সিভিলে থাকা গুলশান বিভাগের ডিসি আবদুল আহাদ বাধা দিলে ওই ব্যক্তি ডিসিকেও ধাক্কা দেন। এ সময় রাষ্ট্রপতিকে গাড়িতে ওঠানোর পর রেজাউলকে গুলশান থানা হেফাজতে নেওয়া হয়। গুলশান বিভাগের ডিসি মো. আবদুল আহাদ বলেন, রেজাউলের ভূমিকা উদ্দেশ্যমূলক থাকায় কিছুটা বিব্রত হন নতুন রাষ্ট্রপতি। তবুও জোর করে ছবি তুলতে যান। রাষ্ট্রপতির নিরাপত্তার কথা ভেবে রেজাউল করিমকে বাধা দিলেও তিনি বাধা উপেক্ষা করে ছবি তুলতে চান। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানান, রেজাউল করিমের স্ত্রী ফাতেমা বেগম তার জিম্মায় স্বামী রেজাউল করিমকে বিকালে থানা হেফাজত থেকে নিয়ে যান। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সুদারাম মায়েজদীর লয়েজ কলোনি।

বর্তমানে গুলশান-২ এর ৮৭ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় থাকেন। রেজাউল সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর