এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে কেজিতে ৩০ টাকা করে কমেছে ব্রয়লার মুরগির দাম। ২৬০ টাকা থেকে এ সপ্তাহে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। অপরিবর্তিত রয়েছে সোনালি ও লেয়ার মুরগির দাম। এ ছাড়া বাজারে গ্রীষ্মকালীন সবজিগুলো বিক্রি হচ্ছে চড়া দামে। স্বস্তি ফিরছে না মাছের বাজারেও। নগরের চকবাজার ঘুরে দেখা যায়, ফুলকপি, বেগুন ও শিম এখনো বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে। এ ছাড়া বারোমাসি সবজির মধ্যে বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকা, ঢেঁড়শ ৯০ টাকা, তিতা করলা ৯০-১০০ টাকা, লতি ৬০ টাকা, চিচিঙ্গা ৬০-৭০ টাকা এবং ঝিঙে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। শীতকালীন সবজির মধ্যে শসা বিক্রি হচ্ছে ৪০ টাকা, গাজর ৩০-৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, মুলা ৪০ টাকা, টমেটো ২০ টাকা, আলু ২০ টাকা এবং কাঁচামরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০-৩৫০ টাকার বেশি। কাতলা মাছও প্রায় একই দামে বিক্রি হচ্ছে। তেলাপিয়া বিক্রি হচ্ছে ২০০-২৩০ টাকা, পাঙ্গাস ১৪০-১৬০ টাকা, লইট্যা ১৩০-১৬০ টাকা, পোয়া ১৮০-৩৫০ টাকা, পাবদা ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির বাজারে ব্রয়লার মুরগি ২৩০ টাকা, লেয়ার ২৯০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০ টাকায়। এ ছাড়া গরুর মাংস হাড় ছাড়া প্রতি কেজি ৮৫০ টাকা ও হাড়সহ ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে ১৮৫ টাকায়। চলতি সপ্তাহে দাম কমেছে পিঁয়াজ, রসুন এবং আদারও। প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা, আমদানি করা রসুন ১৪০ টাকা এবং আমদানি করা আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকা। এ ছাড়া সপ্তাহের ব্যবধানে পাঁচ টাকা কমে সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৫ টাকা ও সয়াবিন তেলের পলিব্যাগ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
শিরোনাম
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর