রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

৩০ বছর পর সাঁওতালরা ফিরে পেল কবরস্থানের জমি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

৩০ বছর পর সাঁওতালরা ফিরে পেল কবরস্থানের জমি

দীর্ঘ ৩০ বছর পর সাঁওতাল সম্প্রদায় ফিরে পেয়েছে পূর্বপুরুষদের কবরস্থান। জেলা প্রশাসকের নির্দেশনায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান এই কবরস্থান উদ্ধার করে গতকাল ভুক্তভোগীদের বুঝিয়ে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাদমা ফুলবাড়ী রক্ষাগোলা সংগঠনের জনগণ গ্রামের কাছে খাড়ির পাশের সরকারি খাস খতিয়ানভুক্ত জমিটি ওই এলাকার সাঁওতাল সম্প্রদায়ের লোকজন দীর্ঘ ৩০ বছর ধরে কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছে। ওই কবরস্থানটি কাদমা ফুলবাড়ী গ্রামের সাবেক ইউপি সদস্য তাহাসিন উদ্দীন ও তার ভাই আবদুল গণি ৮৭ শতক জমির মধ্যে ১২ শতক জমি কবরস্থান রেখে বাকি ৭৫ শতক জমি দখল করে চাষাবাদ করে আসছিলেন। গতকাল সহকারী কমিশনার (ভূমি) গ্রামবাসী ও দখলদারদের উপস্থিতিতে কবরস্থানের ৮৭ শতক জমি মেপে সীমানা নির্ধারণ করে সাইনবোর্ড লাগিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন সিসিবিভিওর শাখা কার্যালয়ের ইনচার্জ নিরাবুল ইসলাম, সমাজ সংগঠক নিরঞ্জন কুজুর, প্রেমচাঁদ এক্কা, স্থানীয় সার্ভেয়ার আলমগীর হোসেন, গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তাসহ গ্রামের জনগণ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর