নগরের উত্তর পাহাড়তলীর এক ভ্রাম্যমাণ দোকানিকে মারধরের অভিযোগে স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে অপু প্রধান নামে এক ব্যক্তি আকবর শাহ থানায় এ মামলা করেন। আকবর শাহ থানার ওসি ওয়ালি উদ্দীন বলেন, কাউন্সিলর জসিমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। অপু প্রধান তাকে মারধরের অভিযোগ এনে মামলাটি করেছেন। মামলার তদন্ত চলছে। মামলাসূত্রে জানা যায়, অপু প্রধানের দায়ের করা মামলায় চসিক কাউন্সিলর ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জসিমকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া পাঁচ-ছয় জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।