বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন থেকে না সরলে জনগণই সরকারকে নিষেধাজ্ঞা দেবে : ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকার পাতানো নির্বাচন থেকে সরে না এলে দেশের জনগণই সরকারকে নিষেধাজ্ঞা দেবে। তিনি বলেন, বিরোধী দলবিহীন এ নির্বাচনের বৈধতা নেই। গতকাল এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে রাজনৈতিক দলগুলো সোচ্চার। কাজেই নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই রাজনৈতিক দলের সভা-সমাবেশে বাধানিষেধ প্রদান করা। প্রহসনের নির্বাচন জায়েজ করতেই সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অথচ নির্বাচন কমিশনই অবৈধ। এদেশের জনগণ এ দলদাস কমিশনই মানে না। অবৈধ ও অথর্ব কমিশন রাজনৈতিক সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির এখতিয়ার রাখে না।

 

সর্বশেষ খবর