ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। গ্রেপ্তারকৃতরা ৫ আগস্টের পর থেকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। পুলিশকে অবগত না করে অবস্থান পরিবর্তন করার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আজ (মঙ্গলবার) তাদের শিলং আদালতে তোলার কথা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহ-সভাপতি আবদুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস হোসেন জুয়েল। সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশ’ নেতা-কর্মী ভারত পালিয়ে যান।
তারা সিলেটের পার্শ্ববর্তী ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে আশ্রয় নেন। এর মধ্যে কয়েকজন রাজনৈতিক নেতা ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনাও করেন। সূত্র আরও জানায়, পুলিশকে অবগত না করে শিলংয়ের বাইরে যাওয়ার অনুমতি ছিল না গ্রেপ্তার হওয়াদের। কিন্তু তারা আইন ভঙ্গ করে কলকাতায় গিয়ে আশ্রয় নেন। শিলং পুলিশ তাদের অবস্থানে খোঁজ নিয়ে না পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করে।
সূত্র আরও জানায়, কলকাতার যে ভবনে গ্রেপ্তারকৃতরা আশ্রয় নিয়েছিলেন কয়েক মাস আগে ওই ভবনে ধর্ষণের একটি ঘটনা ঘটে। পুলিশ ভবনটিতে অভিযান চালালে অবৈধভাবে অবস্থানকারী ওই চারনেতাসহ এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। অবস্থানের বৈধ কাগজপত্র থাকায় পুলিশ পরে ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেয়। তবে অপর একটি সূত্র জানায়, শিলংয়ের একটি ধর্ষণ মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ওই চারনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।