সপ্তাহের প্রথমদিনের লেনদেনে সূচকের বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বহু প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এদিন তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার। ফলে বাজারটিতে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বেড়েছে ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৪৬টির। আর ৭২টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে মূল্যসূচক বড় উত্থান হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৭৫ কোটি ৯০ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৮৯ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৩ কোটি ৭৮ লাখ টাকা। তারপরও ডিএসইতে টানা তিন কার্যদিবস ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হলো। গতকাল লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন। এদিন ৬ টাকা ৬০ পয়সা বেড়ে কোম্পানিটির শেয়ার মূল্য ১০১ টাকা ১০ পয়সায় পৌঁছায়। কোম্পানিটির ৩০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টে শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৯৪ লাখ টাকার।
২০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৪৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২৪ প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৮টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৫৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৭১ লাখ টাকা।