খুলনায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রিপন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ট্রেনটি শরীরের ওপর দিয়ে যাওয়ায় তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার রাত পৌনে ১০টার দিকে নতুন রাস্তার মোড় লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি প্লাটিনাম জুটমিল কলোনির বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে।
দৌলতপুর রেলস্টেশন ফাঁড়ির এসআই মো. তারিকুল ইসলাম জানান, রাত পৌনে ১০টার দিকে খুলনা থেকে চিলাহাটিগামী একটি ট্রেন নগরীর নতুন রাস্তা মোড় পার হচ্ছিল। এ সময় যুবকটি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। যুবকটি কয়েকদিন ধরে মানসিক অশান্তিতে ছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।