এক ছাদের নিচে ১০০ প্রতিষ্ঠানের পণ্য। কী নেই সেখানে। বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো, কাঠ, আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পসহ বৈদ্যুতিক খাতের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য সবকিছুর ঠাঁই হয়েছে এক ছাদের নিচ। জায়গাটি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক্সপো ভিলেজে। সেখানেই বিপুল প্রতিষ্ঠানের পণ্য নিয়ে চলছে আন্তর্জাতিক প্রদর্শনী। গতকাল ছুটির দিন হওয়ায় দর্শনার্থীদের ছিল উপছেপড়া ভিড়। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান প্রদর্শনী উপলক্ষে দিচ্ছেন ছাড়। আজ এ প্রদর্শনীর শেষ দিন। যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড।
প্রদর্শনীতে নির্মাণ অবকাঠামো, কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট বিভিন্ন ম্যাটেরিয়াল রয়েছে। এর মধ্যে আর্কিটেকচারাল ও বিল্ডিং হার্ডওয়্যার, অটো ক্লেভ, অ্যাব্রেসিভ টুলস, ফ্ল্যাপ ডিস্ক, এফআরপি ম্যানহোল কভার ইত্যাদি প্রদর্শন হচ্ছে। এ ছাড়া বৈদ্যুতিক নানা যন্ত্রপাতি যেমন- ফাইবার লেজার মার্কিং ও কাটিং মেশিন, সিএনসি রাউটার, অ্যামব্রয়ডারি মেশিনসহ সর্বাধুনিক উদ্ভাবনগুলো তুলে ধরা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট খাতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের কৌশল ও সুবিধাদিও বর্ণনা করা হয়।
প্রদর্শনীতে রামপুরা থেকে এসেছেন খলিলুর রহমান। তিনি বলেন, বৈদ্যুতিক খাতের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য দেখার জন্য এখানে এসেছি। মেলায় থেকে বিভিন্ন পণ্য অর্ডার দিয়েছি। মেলা উপলক্ষে বৈদ্যুতিক বিভিন্ন পণ্যে ছাড়ও রয়েছে। তাই ছুটির দিনে মেলায় আসা। প্রদর্শনীতে সেফওয়ে টেকনোলজি লিমিটেডের সিনিয়র টেরিটরি ম্যানেজার রেজাউল ইসলাম মণ্ডল বলেন, প্রদর্শনীতে আমরা ফাইবার লেদার কাটিং, ইটের ব্লক মেশিন প্রদর্শনী করছি। এখানে ব্যাপক সাড়া পাচ্ছি। ইটের ব্লক মেশিন ৩০ লাখ থেকে দেড় কোটি টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ফাইবার লেদার মেশিন ২৫ থেকে ৩২ লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। কাঠের নকশার জন্য সিএনসি মেশিন সাড়ে ৪ থেকে ৮ লাখ পর্যন্ত বিক্রি হচ্ছে।
বির গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ মো. রাজিব বলেন, আমরা ওয়াটার প্রুফ আর কন্সট্রাকশন কেমিক্যাল নিয়ে কাজ করে থাকি। এসব কাজ বেসমেন্ট ওয়াল ও বেসমেন্ট ফ্লোরে করা হয়। এ ছাড়া ইন্ডাস্ট্রির ছাদের কাজ করে থাকি। স্কয়ার ফিট ভিত্তিতে এসব কাজ করা হয়। সারা দেশে আমাদের এই সার্ভিস রয়েছে। এএসকে ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভুঁইয়া বলেন, প্রদর্শনীটির মাধ্যমে দর্শনার্থীরা সহজেই বিশ্বমানের পণ্যগুলো এক ছাদের নিচে দেখে বেছে নিতে পারছেন।
সেফওয়ে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অষ্টম আন্তর্জাতিক বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ট্রেড শো বাংলাদেশ ‘বিল্ডকন এক্সপো ২০২৫’, ‘বাংলাদেশ উড এক্সপো ২০২৫’ এবং তৃতীয় আন্তর্জাতিক ইলেকট্রিক্যাল ট্রেড শো ‘বাংলাদেশ এল্পপ্রোটেক এক্সপো ২০২৫’ তিনটি পৃথক প্রদর্শনীর আওতায় দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে হাজারেরও বেশি পণ্য প্রদর্শন করছে।