বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান- খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন।
গতকাল বিকালে তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর স্বর্গপুরী দেব মন্দিরের ‘অষ্টকালীন লীলা কীর্তন ও বৈষ্ণব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি মনোরঞ্জন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের আন্দোলন হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশকে দুর্নীতিমুক্ত করার আন্দোলন। আমরা আশা করি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা প্রমুখ।