জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনির্দিষ্টকালের জন্য বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ মুহূর্তে ক্যাম্পাসের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। এজন্য শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।
বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে পরিচয়পত্র বহন করার কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জুলাই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।