সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৬৫৩ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জয়পুরহাট-২ আসনের সাবেক এই এমপির স্ত্রীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। তিনি জানান, স্বপন দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৮৫০ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া নিজ নামীয় ২৮টি ব্যাংক হিসাবে মোট ৬৫৩ কোটি ১৬ লাখ ৯০ হাজার ৯৭০ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে প্রথম মামলায়। দ্বিতীয় মামলায় স্ত্রী মেহবুবা আলমের বিরুদ্ধে ২ কোটি ২২ লাখ ৩৬ হাজার ৮২৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।