যশোরের মণিরামপুরে হাত-পা ছাড়া জন্ম নেওয়া লিতুন জিরা বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় পাস করেছে। গতকাল ফল প্রকাশের পর উচ্ছ্বসিত তার পরিবার ও শিক্ষকরা। উপজেলার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় সে।
উপজেলার সাতনল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির মেয়ে লিতুন জিরা ভবিষ্যতে সমাজের পিছিয়ে পড়া ও আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে। ফলাফলে সন্তোষ প্রকাশ করে জিরা বলে, ‘আমি পরিবারের বোঝা হয়ে থাকতে চাই না। লেখাপড়া শেষ করে ডাক্তার হয়ে দেশের সেবায় অংশ নিতে চাই।’
জিরার বাবা কলেজশিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘প্রতি ক্লাসেই আমার মেয়ে প্রথম হয়ে এসেছে। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে স্বর্ণপদকসহ জাতীয় ও জেলা পর্যায়ে ছয়টি পুরস্কার জিতেছে। আমার কাছে সে বোঝা নয় বরং অহংকার।’ জিরার স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলাম কার্যক্রমেও লিতুন জিরা খুব দক্ষ। চোয়াল ও বাহুতে কলম চেপে ধরে লিখে যে মেধার কৃতিত্ব দেখানো যায় তার দৃষ্টান্ত সে।’