সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল এ অভিযান চালায়। বিজিবি জানায়, গতকাল সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া ও উৎমা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে ছিল শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সুপারি, চিনি, বিড়ি, জিরা, টম্যাটো, সাবান, আইবল ক্যান্ডি, মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট, চকলেট, মোটরসাইকেল, মদ ও বিয়ার। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।