তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় স্বামী আলামিন সিকদারকে (৩৩) কুপিয়ে হত্যা করেছে প্রথম স্বামী মো. আসাদুল। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলামিন সিকদার খুলনার দীঘলিয়া নন্দনপ্রতাপ গ্রামের কাওসার শিকদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল এ তথ্য জানিয়েছেন।
নিহতের শ্যালক রবিউল ইসলাম বলেন, ‘ঘটনাস্থাল থেকে রক্তাক্ত অবস্থাায় আলামিনকে উদ্ধার করে আমার বোন রিপা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ দীঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, আলামিনের স্ত্রীর পূর্বের স্বামী মো. আসাদুল ঝিনাইদাহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। ধারণা করা হচ্ছে তার স্ত্রীকে সে কেন বিয়ে করল এই ক্ষোভের কারণে দ্বিতীয় স্বামীকে হত্যা করা হয়। নিহতের স্ত্রী ও আাশপাশের লোকজনের বক্তব্য শুনে হত্যাকারী সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।