তিন দফা দাবিতে আন্দোলনরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনির্দিষ্ট সময়ের জন্য ঢাকা-কুয়াকাটা মহাসড়ক আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলা সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে এ হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার বিলুপ্ত কমিটির আহ্বায়ক রাকিব আহমেদ ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের শাখর সংগঠক সাক্ষর। শিক্ষার্থী আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কারের তিন দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করে আসছি। ইউজিসি, মন্ত্রণালয় আমাদের ১১ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবিকে উপেক্ষা করছে। তারা আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা যোগাযোগ করার চেষ্টা করেনি। যেহেতু তারা শুনছে না এ ক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি পালন করব। আমরা রাজপথে বাস্তবায়ন করেই ঘরে ফিরব।
শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, কর্তৃপক্ষ আমাদের আন্দোলনে কর্ণপাত করেননি। তারা হয়তো মনে করেছিলেন আমরা থেমে যাব। কিন্তু এই তিন দফা দাবি আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি। ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে আমরা অনির্দিষ্টকালের জন্য ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে দেব। প্রায় এক মাস ধরে অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।