সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের দর বাড়লেও কমেছে সূচক ও লেনদেনের পরিমাণ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সবকটি বিমা কোম্পানির শেয়ার দাম বাড়ার পাশাপাশি সার্বিকভাবে বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় ছিল। সপ্তাহের পাঁচ দিনের লেনদেনে তিন দিনে সূচক বেড়েছে ১২৪ পয়েন্ট, আর দুই দিনে কমেছে ৩০ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়া ও কমার তালিকায় সমান সংখ্যক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু বেশির ভাগ ব্যাংকের শেয়ার দাম কমায় এ বাজারটিতেও মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।
গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বেড়েছে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১৪৫টির। আর ৭২টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৬১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৩৯৭ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৫৯ কোটি ৩ লাখ টাকা। এদিকে শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩৮ প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দাম বেড়েছে।
বিপরীতে দাম কমেছে ১০৮টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ২৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ১১ লাখ টাকা।