যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন ও ওফাতবার্ষিকী উপলক্ষে মুসলিম বিশ্বে এই দিনটি পালিত হয়। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সোমবার তিনি জন্মগ্রহণ করেন এবং ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিস্টাব্দে একই দিনে মদিনায় ইহলোক ত্যাগ করেন। উম্মত বা উম্মতে মোহাম্মদি হওয়ার কৃতজ্ঞতা হিসেবে ধর্মপ্রাণ মুসলমানরা এই দিনে পবিত্র কোরআন তেলাওয়াত, বেশি বেশি দরুদ পাঠ, দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি পালন করেন। অনেকে এই দিনে নফল রোজাও রাখেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন শহরে জশনে জুলুস বা আনন্দ র্যালি বের করা হয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেট থেকে শোভাযাত্রার আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া। সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা সড়ক প্রদক্ষিণ করে আবার উদ্যানে এসে শান্তি মহাসমাবেশে মিলিত হয়। আঞ্জুমানে আশিকানে (দ.) এ উপলক্ষে পৃথক জশনে জুলুস বের করে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকার কমলাপুর রেলস্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভায় মিলত হয়। এতে সভাপতিত্ব করেন আল্লামা খাজা মাহমুদ আরিফুর রহমান তাহেরী। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে ‘আশেকানে গাউছিয়া রাহমানিয়ে মঈনিয়া সাহিদিয়া মাইজভান্ডারিয়া’। পরে সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে একটি বিশাল র্যালি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া দেওয়ানবাগ শরিফ আয়োজন করে আশেকে রসুল সম্মেলন। পরে তারা মতিঝিল থেকে একটি র্যালি বের নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে জশনে জুলুস আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সরকারিভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) আলোচনা সভা, দোয়া-মিলাদ মাহফিলসহ ১৫ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ ছাড়া বাংলাদেশ মুসলিম লীগের উভয় অংশ, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল, জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন মহানবী (সা.)-এর ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
তাইয়্যেবা শামছুল হক ইসলামিক একাডেমিতে মিলাদ ও দোয়া মাহফিল : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চৌড়া মৌলভী বাড়িতে ‘তাইয়্যেবা শামছুল হক ইসলামিক একাডেমির উদ্যোগে বাদ আসর এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন লেখক সাংবাদিক ও একাডেমির সভাপতি জহিরুল হক শামীম। আলোচনায় অংশ নেন মৌলভী বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মো. আল আমীন, কাজীবাড়ি জামে মসজিদের খতিব মুফতি মনিরুল ইসলাম আবরার। নবীজি (সা.) জীবনের বিভিন্ন দিক নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন তাহিয়াত জাহরা নুজহাত, মিহরান মারজুক। নাতে রাসুল পেশ করেন জান্নাতুর রাইয়ান। মিলাদ ও দোয়া পরিচালনা করেন একাডেমির সাধারণ সম্পাদক আহমদ সেলিম রেজা।